মহা তাঁবু জলসার মধ্যেদিয়ে শেষ হলো সদর উপজেলা কাব ক্যাম্পুরী
মোঃ হোসেন আলী (ছোট্ট)- ” “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাবিং এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে ৫ দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরী ও সমাপনীও মহা তাঁবু জলসা ও আলোচনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ২০২৫) সন্ধায় পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে ৫ম সিরাজগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগুন প্রজ্জলনের মধ্যেদিয়ে এঁর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সুন্দর ও সুশৃঙ্খল সুনাগরিক হওয়ার জন্য কাব স্কাউটসের কোন বিকল্প নাই। কাব স্কাউটসের মাধ্যমেই জীবনের শৃঙ্খলার পূর্ণতা পাওয়া যায়। তোমার আগামী দিনের ভবিষ্যত কাব স্কাউটসের থেকে শিক্ষা নিয়ে জীবনে আরো উন্নতি সাধন করবে।’শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন বলেন, শিশুদের শারীরিক, মানসিক গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। ৫ দিনে এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহনকারী ছোট ছোট শিক্ষার্থীরা (কাব বৃন্দ) অনেক কিছু শিখতে পেরেছে। স্কাউটের মূল উদ্দেশ্য হল, সাধ্যের মধ্যে থেকে নিজের সর্বোচ্চ বিবেক দিয়ে ভাল কিছুর চেষ্টা করা।বাস্তবিক জীবনে তাদের এই শিক্ষা কাজে লাগবে এবং জীবন গঠনে এই কাব ক্যাম্পুরীর গুরুত্বপূর্ণ। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি গনপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হাফিজুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দীন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর জাকিয়া সুলতানা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের জেলা কাব লিডার আইউব, জেলা স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা যুগ্ম- সম্পাদক মোঃ শহিদুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ মোঃ গোলজার হোসেন, উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসূল, সংযোযিত সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য ঃ এবারের ক্যাম্পুরীতে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন কাব শিশু, ক্যাম্পুরী কর্মকর্তা ৩০ জন, ও রোভার স্বেচ্ছাসেবক ২৫ জন, অংশগ্রহণ করছে এবং নিরলসভাবে কাজ করছে।
এই ক্যাম্পুরীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং আউটডোর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের নেতৃত্বগুণ এবং দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন সাধন করা। উল্লেখ্য, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা এতে অংশগ্রহণ করছে।অনুষ্ঠানে অংশগ্রহণ কারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় দলবদ্ধ নাচ ও কৌতুকে অভিনয় করে।পূর্বে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি কাব স্কাউটসের শপথ বাক্য পাঠ করান।