• রবিবার, ২২ জুন ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
মাহমুদপুর যুগান্তর সংসদের আয়োজনে ফুটবল টূর্ণামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত কড্ডার মোড়ে ঢাকামুখী যাত্রীদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন তাদের ছাড় দেওয়া হবে না- সাইদুর রহমান বাচ্চু একক সংঘ ক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় টিকিট কাউন্টার পরিদর্শন অব্যাহত সিরাজগঞ্জে বিআরটিএ সার্কেল কর্তৃক ফিটনেস পরিদর্শন বুথ স্থাপন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদকের শুভেচ্ছা নিজ হাতে লালন পালন করা ৩৫ মণের গরু বিক্রি হলেই হজ্বে যাবেন আব্দুল মতিন রায়গঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত যমুনা নদীর পাড় হার্ডপয়েন্টে লাভ সিরাজগঞ্জের উদ্বোধন

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত—-
মোঃ হোসেন আলী ছোট্ট ঃ- সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ মার্চ) দুপুরের সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা, ২০২৫ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় অবহিত করেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইন দিনে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন ( ৬-১১ মাস বয়সী) শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন ( ( ১২- ৫৯ মাস বয়সী) শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রমে জেলায় প্রায় ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী নিয়োজিত থাকবে।
স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেব এই কার্যক্রম নিয়ন্ত্রণ করবে।
অবিহিতকরণ সভায় সরকারি বিভিন্ন বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category