সিরাজগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র্যালি, অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বনার্ঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সোমবার ( ২৭ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র্যালি পূর্বে
এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকীর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন,
বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান ।
এসময়ে উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (তৌহিদ), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর যুবদলের সভাপতি সজীব খান, জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ,সহ বিভিন্ন উপজেলার জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা র্যালিতে যোগদান করেন।