সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাব ২য় লুৎফোন আলতাফ ক্লাবকাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান
আজিজুর রহমান মুন্না-
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন কর্তৃক অনুমোদিত সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাব ২য় লুৎফোন আলতাফ ক্লাবকাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, পুরস্কার বিতরণ এবং অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র তত্ত্বাবধানে এবং সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবএর আয়োজনে-
শুক্রবার (৩১অক্টোবর) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র চতুর্থতলায় উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের সহকারী অধ্যাপক (সার্জারী বিভাগ) ডাঃ কে. এইচ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জের শিশির কুমার বসু। সঞ্চালনায় – শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা’র পরিচালক মোঃ নূরুল হক।
সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাব ২য় লুৎফোন আলতাফ ক্লাবকাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রমে সার্বিক দায়িত্বে এবং বিচারক ছিলেন, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবএর কোচ, প্রধান প্রশিক্ষক মোঃ বাবুল হোসেন, সরকারি প্রশিক্ষক সালাউদ্দিন তন্ময়
এবং খেলা পুমসে ফাইট পরিচালনা করেন- সহকারী প্রশিক্ষক মোঃ ইমরুল হাসান বাঁধন, মোছাঃ শারমিন আক্তার নিশি। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।