• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরে মাসিক সমন্বয় সভা ও বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে “সুক” (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

সাতক্ষীরার ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু ছালেক: শনিবার রাত ৮টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান, নির্বাচন কমিশনার এস এম নজরুল ইসলাম, শাহীনুজ্জামান শাহিন, আলমগীর হোসেন, জাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক,আবু ছালেক,ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের দায়িত্ব নিয়ে শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৩টি পদের জন্য নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ ও ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হয়।৩ টি পদের জন্য বিশেষ করে সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন, এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জামায়েত হোসেন ও মো. আ. রশিদ রেজা। এতে মো. আ. রশিদ রেজা ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মো. জামায়েত হোসেন আনারস প্রতীকে ১৬২ ভোট পেয়ে পরাজিত হন, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ শরিফুল ইসলাম ও গোলাম মোস্তফা। শেখ শরিফুল ইসলাম মই প্রতীকে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে গোলাম মোস্তফা চেয়ার প্রতীকে ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন,
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. কামাল হোসেন ও মো. আল আমিন (খায়বার)। এতে মো. আল আমিন (খায়বার) মোরগ প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মো. কামাল হোসেন ফুটবল প্রতীকে ১৫৭ ভোট পেয়ে পরাজিত হন, এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. গাউছুল আজম,
সাংগঠনিক সম্পাদক: মো. মনিরুল ইসলাম (মনির),কোষাধ্যক্ষ: আকতারুজ্জামান আকতার,প্রচার সম্পাদক: মো. মহিবুল্লাহ বিশ্বাস (বাবু),
দপ্তর সম্পাদক . শেখ মাসুদ হোসেন কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেন ডাক্তার অসীম কুমার, মো. আজগার আলী, শ্রী কাশীনাথ দাস, মো. সিকান্দার আবুজার, মো. রকিব সরদার ও রুহুল কুদ্দুস, , মো জাকির হোসেন।মত বিনিময় সভা শেষে বিজয়ী প্রার্থীরা বাজারের সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন, সাথে সাথে সকল ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে বাজারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া দ্রুত একটি সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য সকল ব্যবসায়ীদের মতামত গ্রহণ করেন,। এছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সাথে সাথে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা বাজারের সার্বিক উন্নয়ন করে বাজারকে একটি মডেল বাজারে পরিণত করার জন্য আশার ব্যপ্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category