সাতক্ষীরার ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু ছালেক: শনিবার রাত ৮টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান লুৎফর রহমান, নির্বাচন কমিশনার এস এম নজরুল ইসলাম, শাহীনুজ্জামান শাহিন, আলমগীর হোসেন, জাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক,আবু ছালেক,ব্যাংদহা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের দায়িত্ব নিয়ে শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ৩টি পদের জন্য নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ ও ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হয়।৩ টি পদের জন্য বিশেষ করে সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন, এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. জামায়েত হোসেন ও মো. আ. রশিদ রেজা। এতে মো. আ. রশিদ রেজা ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মো. জামায়েত হোসেন আনারস প্রতীকে ১৬২ ভোট পেয়ে পরাজিত হন, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ শরিফুল ইসলাম ও গোলাম মোস্তফা। শেখ শরিফুল ইসলাম মই প্রতীকে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে গোলাম মোস্তফা চেয়ার প্রতীকে ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন,
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. কামাল হোসেন ও মো. আল আমিন (খায়বার)। এতে মো. আল আমিন (খায়বার) মোরগ প্রতীকে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে মো. কামাল হোসেন ফুটবল প্রতীকে ১৫৭ ভোট পেয়ে পরাজিত হন, এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. গাউছুল আজম,
সাংগঠনিক সম্পাদক: মো. মনিরুল ইসলাম (মনির),কোষাধ্যক্ষ: আকতারুজ্জামান আকতার,প্রচার সম্পাদক: মো. মহিবুল্লাহ বিশ্বাস (বাবু),
দপ্তর সম্পাদক . শেখ মাসুদ হোসেন কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেন ডাক্তার অসীম কুমার, মো. আজগার আলী, শ্রী কাশীনাথ দাস, মো. সিকান্দার আবুজার, মো. রকিব সরদার ও রুহুল কুদ্দুস, , মো জাকির হোসেন।মত বিনিময় সভা শেষে বিজয়ী প্রার্থীরা বাজারের সকল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন, সাথে সাথে সকল ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে বাজারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া দ্রুত একটি সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য সকল ব্যবসায়ীদের মতামত গ্রহণ করেন,। এছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সাথে সাথে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা বাজারের সার্বিক উন্নয়ন করে বাজারকে একটি মডেল বাজারে পরিণত করার জন্য আশার ব্যপ্ত করেন।