• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান সিরাজগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরে মাসিক সমন্বয় সভা ও বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে “সুক” (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
oplus_2

সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ হোসেন আলী ছোট্ট —
সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস ও সন্মান) শ্রেণি’র অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি. শুভ উদ্বোধন করা হয়। এতে খেলাধূলার মধ্যে-ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম,টেবিল টেনিস, দৌড় প্রতিযোগিতার মধ্য-১০০,২০০ এবং ৪০০মিটার, অ্যাথলেটিকস, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল খেলা সহ সাঁতার প্রতিযোগিতা প্রভৃতি রয়েছে।
রবিবার (১১জানুয়ারি ২০২৬খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ” প্রাঙ্গণে উক্ত জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানেরপ্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি ড. নুরুল ইসলাম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর শরীফ- উস-সাঈদ, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, জিন্দানী ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ মোঃ বিলাল হোসেন, দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজে’র অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর এইচ এম ইদ্রিস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, সরকারি আকবর আলী কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ আলমগীর হোসেন, জিন্দানী ডিগ্রি কলেজে’র সহযোগী অধ্যাপক মোঃ আলী রেখা প্রমুখ । খেলা সার্বিক পরিচালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রশীদ এবং সহকারী হিসেবে আবু হানিফ, মোঃ কাউসার হোসেন, এসময়ে আরও উপস্থিত ছিলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে’র প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শারমীলা ফারজানা, ইতিহাস বিভাগের প্রভাষক এ, এস. এম এহসানুল কবীর, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক ফারহানা আফরোজ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুবেল হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী তৌহিদুর রহমান, অর্থনীতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আব্দুল জব্বার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তানিয়া খাতুন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অনিরুদ্ধ কর অনিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে,র বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা। এসময়ে অংশ গ্রহণকারী কলেজে, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category