সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী (ছোট্ট)– সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সমকামীতা প্রতিরোধ, এইডস প্রতিরোধ, অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, যানজট নিরসন সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার এবং জেলার বিভিন্ন সরকারি বেসরকারী অফিসের কর্মকর্তা ও
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণদের অংশগ্রহণে বিভিন্ন পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালসাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ. কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদরসহ জেলার সকল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, “মাদকের ছোবলে পরিবার ও সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তরুণ সমাজকে বাঁচাতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে। মাদক বেচাকেনা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আর্মি ক্যাম্প অধিনায়ক লে কর্নেল জুনায়েদ বিন কবির, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, (বিপিএম বার,) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আস সাদিক জামান, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ সোহেলুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।